বাংলাদেশ ডায়াবেটিক সমিতির দূরশিক্ষণ কর্মসূচির চিকিৎসকদের স্বর্ণপদক প্রদান
- Farook Khan
- Nov 4, 2023
- 1 min read
২০ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির দূরশিক্ষণ প্রকল্পের (ডিসট্যান্স লার্নিং প্রোগ্রাম বা ডিএলপি) ২৮ থেকে ৩৫ ব্যাচের নির্বাচিত ১১ জন চিকিৎসককে স্বর্ণপদক দেয়া হয়েছে। বারডেম অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিকিৎসকদের হাতে স্বর্ণপদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দিপু মনি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ডিসট্যান্স লার্নিং প্রোগ্রামের (ডিএলপি) কোর্স চেয়ারপারসন অধ্যাপক ইমেরিটাস হাজেরা মাহতাব, ডিসট্যান্স লার্নিং প্রোগ্রামের (ডিএলপি) সিইও অধ্যাপক তোফায়েল আহমেদ ও এডিশনাল কোঅর্ডিনেটর ডা. তারিন আহমেদ।

উল্লেখ্য, দূর-প্রশিক্ষণ কর্মসূচির (ডিএলপি) মাধ্যমে সমিতির নিজস্ব চিকিৎসক ছাড়াও ২০ হাজারের বেশি সরকারি-বেসরকারি চিকিৎসকদেরকে ‘সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটিলজি’ বা ‘সিসিডি’ নামক ডায়াবেটিস স্বাস্থ্যসেবায় প্রশিক্ষণ দেয়া হয়েছে। যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির দুজন বিশেষজ্ঞ চিকিৎসক-গবেষকের সহায়তায় ‘সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটোলজি’ বা (সিসিডি) কোর্সটি তৈরি করা হয়। ডিএলপি’র এই কোর্সটি এরই মধ্যে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)-এর স্বীকৃতি লাভ করেছে।
Comments